শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

গাজায় যুদ্ধে নিহত ৩১ হাজার ১১২

বিবেকবার্তা আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১১ মার্চ ২০২৪

গাজায় যুদ্ধে নিহত ৩১ হাজার ১১২

ছবি- সংগৃহীত

গাজায় গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ৩১ হাজার ১১২ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরো ৬৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।